স্পোর্টস ডেস্ক: চলতি কাতার বিশ্বকাপ একেবারে অন্তিম লগ্নে এসে গিয়েছে। আর ঠিক দুই ম্যাচের পরেই এবারের মতো বিশ্বকাপ শেষ। শনিবার অর্থাৎ আজ রাত নয়টায় আল খালিফা আন্তর্জাতিক স্টে়ডিয়ামে মুখোমুখি ক্রোয়েশিয়া ও মরক্কো। তৃতীয় স্থানের জন্য লড়াইয়ে নামবে ‘অ্যাটলাস লায়ন্স’ ও গতবারের রানার্স টিম।
সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরছে ক্রোটরা। অন্যদিকে কিলিয়ান এমবাপেরা হারিয়ে আশরাফ হাকিমিদের টিমকে। থার্ড-প্লেস প্লেঅফ ম্যাচের আগে মেক্সিকান সাংবাদিক রবার্তো লোপেজ অলভেরা লাইভ রিপোর্টিং করছিলেন। সেই সময়ে তিনি মুখ ফসকে ভেন্যুর নাম আল খালিফার বদলে বলে ফেলেন মিয়া খালিফা স্টে়ডিয়াম।
El cansancio juega en mi contra @miakhalifa ya tiene estadio aquí en Qatar
Que 🐕🐻 pic.twitter.com/mCCi26kHzK
— Roberto López Olvera (@LopezOlvera) December 15, 2022
এই ঘটনায় বিতর্ক শুরু হলে সেই সাংবাদিক নিজেই ট্যুইটারে সেই ভিডিয়োর ক্লিপ পোস্ট করে ভুলের জন্য ক্লান্তিকেই দায়ী করেছেন! উল্লেখ্য, মিয়া খালিফা, ওরফে মিয়া কে, সেটা আপনিও জানেন। সেই কারণে আলাদা করে আপনাকে পরিচয় দেওয়ার কোনও প্রয়োজন নেই।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.