বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ১ম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আজ মাঠে ঘূর্ণিঝড় ‘ফণী’ মতো কড়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন মোহাম্মদ আশরাফুল। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছিল স্কাই হার্ট ক্রিকেট ক্লাব এবং খান ওয়ারিয়র্স।
স্কাই হার্ট ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন আশরাফুল। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪২ রান করে স্কাই হার্ট। আশরাফুল ১১৩ বলে ১৩ চার ও ১ ছয়ে ১১০ রান করেন। অন্যদিকে সোহরাওয়ার্দী শুভ করেন ৭৩ বলে ৭১ রান।
এরপর ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভারে মাত্র ১৩৮ রানেই অলআউট হয়ে যায় খান ওয়ারিয়র্স। ফলে ১০৪ রানে জয় পায় আশরাফুলদের স্কাই হার্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।