জুমবাংলা ডেস্ক: পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। খবর ইউএনবি’র।

বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো এ সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার বন্দরের কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, পবিত্র আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটি থাকায় হিলি বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। বন্ধের বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
আগামীকাল বুধবার থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও জানান তিনি।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সকল ধরনের সরকারি ও বেসরকারি ছুটির আওতামুক্ত থাকে। তাই এ কারণে এই দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।