
বলিউডের কালজয়ী হিট ‘থ্রি ইডিয়টস’–এর সিক্যুয়েল অবশেষে তৈরি হচ্ছে। আগের মতোই পর্দায় ফিরছেন আমির খান, কারিনা কাপুর, শারমান জোশি ও আর মাধবন। থাকছে রাজকুমার হিরানির স্বাক্ষর হাস্যরস ও নতুন দুঃসাহসিক গল্প।
২০০৯ সালে মুক্তির পর থেকেই ‘থ্রি ইডিয়টস’ দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নেয়। বহু বছর অপেক্ষার পর সেই জনপ্রিয় ছবির সিক্যুয়েল এবার সত্যি হতে চলেছে। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানা যায়, নতুন কিস্তিতেও কাস্টিংয়ে কোনো পরিবর্তন নেই—প্রথম ছবির মূল চরিত্রদের নিয়েই পর্দা কাঁপাতে ফিরছেন তারা।
সিক্যুয়েলে আগের মতোই জুটি বাঁধছেন আমির খান ও কারিনা কাপুর। পাশাপাশি রাঞ্চোর দুই ঘনিষ্ঠ বন্ধু রাজু রস্তোগি ও ফারহানের ভূমিকায় আবার থাকছেন শারমান জোশি ও আর মাধবন।
যদিও প্রথম ছবির শেষ অংশ থেকে সরাসরি গল্প শুরু হবে কি না, তা এখনো পরিষ্কার নয়। তবে নিশ্চিত হয়েছে, নতুন অ্যাডভেঞ্চার আর চমক নিয়ে ফিরবে তিন বন্ধুর বন্ধুত্বের গল্প। পরিচালনায় আছেন প্রথম ছবির নির্মাতা রাজকুমার হিরানি, আর তার স্বাক্ষর কৌতুকরস এবারও থাকবে বলেই জানা গেছে।
হিরানি জানান, বহু আগেই সিক্যুয়েলের পরিকল্পনা ছিল। কিন্তু সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। এই প্রকল্পে মনোযোগ দিতে গিয়ে আমির খানের দাদাসাহেব ফাল্কে–বায়োপিকের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।
বিশ্বব্যাপী ভক্তদের কাছে এটি নিঃসন্দেহে এক বড় প্রত্যাবর্তন—১৫ বছরের অপেক্ষার পর আবারও দেখা যাবে রাঞ্চো, রাজু আর ফারহানকে নতুন রূপে, নতুন ঘটনার মোড়কে।
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যের কাজ চূড়ান্ত পর্যায়ে। সব ঠিক থাকলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে সিক্যুয়েলের শুটিং শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

