নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। বিশ্বজুড়ে ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল ছবিটি। এতে আমির খান মহাবীর সিং ফোগাটের চরিত্রে অভিনয় করেন।
কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে শম্ভু সীমান্তে গিয়েছেন ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট। আর প্যারিস অলিম্পিকের দুর্ভাগ্যজনকভাবে পদক হাতছাড়া হওয়া ভিনেশকে ভিডিও কল করলেন ‘দঙ্গল’ তারকা আমির খান। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা, ভিনেশকে নিয়ে ‘দঙ্গল ২’ সিনেমার পরিকল্পনায় আছেন আমির।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও কলের ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে আমির ভিডিও কলে কথা বলছেন ভিনেশের সঙ্গে। দুই তারকার মুখেই হাসি। আন্দোলনের ২০০ দিনের পূর্তিতে গিয়ে শম্ভু সীমানায় কৃষকদের পাশে দাঁড়িয়ে ভিনেশ বলেছেন, আপনাদের মেয়ে আপনাদের সঙ্গে আছে। প্যারিস অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠে নজির গড়েছিলেন ভিনেশ। তবে তার ওজন নির্ধারিত মাত্রার চেয়ে ১০০ গ্রামের মতো বেশি হয়ে যাওয়ায় দুর্ভাগ্যজনকভাবে বাতিল হয়ে নিশ্চিত পদক থেকে বঞ্চিত হন ভিনেশ।
একজন অপেশাদার কুস্তিগির, যিনি তার মেয়ে গীতা ফোগাট এবং ববিতা কুমারীকে ভারতের প্রথম বিশ্বমানের নারী কুস্তিগীর হওয়ার জন্য প্রশিক্ষণ দেন। ছবিতে ফোগাট বোনদের প্রাপ্ত বয়স্ক সংস্করণ হিসেবে ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রাকে দেখা গিয়েছিল এবং ছোটবেলার চরিত্রে ছিলেন জাইরা ওয়াসিম এবং সুহানি ভাটনগর। সাক্ষী তানওয়ার তাদের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।