আসছে ‘ধুম ৪’, ঘোষণা দিলেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ
বিনোদন ডেস্ক: ভারতের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’-এর চতুর্থ কিস্তির ঘোষণা দিয়েছেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি সম্পর্কে একটি বড় আপডেটের প্রতিশ্রুতি দিয়েছেন এই চলচ্চিত্র নির্মাতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্ধার্থ লিখেছেন, “ধুম ৪-এর আপডেট সন্ধ্যা ৭টায়। সঙ্গে থাকুন!”
সিদ্ধার্থের শেয়ার করা প্রাথমিক ঘোষণা থেকে ধারণা করা হচ্ছে যে ‘ধুম ৩’-এর পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য ‘ধুম ৪’ পরিচালনা করতে পারেন। সিনেমাটির গল্পও লিখছেন তিনি। যশ রাজ ফিল্ম এর ব্যানারে আদিত্য চোপড়া সিনেমাটি প্রযোজনা করবেন। সিদ্ধার্থের শেয়ার করা পোস্টারেও তাদের নাম উল্লেখ করা আছে।
সঞ্জয় গাধভি পরিচালিত ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুম’ বলিউডের অন্যতম সুপারহিট চলচ্চিত্র। সিনেমাটিতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া। এরপর ২০০৬ সালে ‘ধুম ২’-এ অভিনয় করেছেন হৃতিক রোশন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। সর্বশেষ ২০১৩ সালে ‘ধুম ৩’-এ অভিনয় করেছেন আমির খান যা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। প্রায় এক দশক পর ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ পর্ব ঘোষণা করা হয়েছে।
Give 500 Retweets Before 7.00PM#Dhoom4 Let’s Reach Everyone…
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/f0rcLI6Idh— Siddharth Anand (@_Sidharth_anand) March 7, 2023
এই উচ্চাভিলাষী অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে আদিত্য চোপড়া সম্প্রতি ডকুমেন্টারি ‘দ্য রোমান্টিকস’-এ বলেছিলেন, “হিন্দি সিনেমার তিনটি স্তম্ভ ছিল। ড্রামা, ইমোশন এবং রোম্যান্স। সবাই বলত এই তিনটি ছাড়া হিন্দি সিনেমা করতে পারবেন না। কিন্তু আমি বলেছিলাম, এই তিনটা পিলার সরিয়ে দিয়ে দেখি কি হয়! ‘ধুম’-এর মাধ্যমে আমি এমন একটি ফিল্ম বানাতে চেয়েছিলাম যেখানে আমি মনমোহন দেশাই এবং মাইকেল বে’কে একত্রিত করতে চেয়েছিলাম। ‘ধুম’-এ আমি অভিষেক বচ্চন, জন আব্রাহাম, উদয় চোপড়ার চেয়ে বেশি টাকা আমি বাইকে খরচ করেছি।”
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।