বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বর্তমানে শাওমির সর্বোচ্চ প্রিমিয়াম স্মার্টফোন হলো এমআই ১১ আল্ট্রা। তবে এর চেয়েও অধিক প্রিমিয়াম মডেলের ফোন আনার পরিকল্পনা করেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ডিজিটাল চ্যাট স্টেশন প্রকাশিত স্পেসিফিকেশন থেকে এসব তথ্য জানা গেছে। খবর ফোন এরিনা।
প্রকাশিত তথ্যমতে, শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ মডেলের কোডনেম ‘এম২১০৬১১৮সি’ এবং এটি একাধিক অত্যাধুনিক ফিচার নিয়ে বাজারে আসবে।
ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগনের সর্বশেষ ফ্ল্যাগশিপ প্রসেসর ও মনভোলানো ক্যামেরা সেটআপ। দেরিতে হলেও কোম্পানিটি ক্যামেরাতে বিশেষ নজর দিয়েছে।
ফাঁস হওয়া তথ্যমতে, ফোনটিতে ডিসপ্লের নিচে (আন্ডার ডিসপ্লে) ক্যামেরা থাকছে। বর্তমান ফ্ল্যাগশিপ মডেল এমআই ১১ আল্ট্রা ও এমআই মিক্স ফোল্ড ডিভাইসেও এই ফিচারটি অনুপস্থিত।
নতুন ফোনটিতে আরেকটি ফ্ল্যাগশিপ ফিচার যুক্ত হচ্ছে। আর সেটি হলো আল্ট্রা-ওয়াইডব্যান্ড টেকনোলজি (ইউডব্লিউবি)। প্রতিদ্বন্দ্বি কোম্পানি অ্যাপল ও স্যামসাং তাদের টপ-নচ ফোনগুলো যেমন আইফোন ১২ সিরিজ ও স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রাতে এই প্রযুক্তি যুক্ত করেছে।
আল্ট্রা-ওয়াইডব্যান্ড প্রযুক্তি একটি রেডিও প্রযুক্তি যা বিভিন্ন গ্যাজেট যেমন অ্যাপল এয়ারট্যাগ, স্যামসাং স্মার্টট্যাগ ইত্যাদিতে লোকেশন সনাক্তে ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে, শাওমি তাদের নিজস্ব ইউডব্লিউবি ট্যাগ উন্মোচনের পরিকল্পনা করছে।
ফোনটির আরেকটি ফিচার হতে পারে ১২০ ওয়াটের ফাস্ট ওয়্যারড চার্জিং সুবিধা। আর ওয়্যারলেসে ৭০ ওয়াট চার্জিং সুবিধা থাকতে পারে। আরেকটি খবর থেকে জানা গেছে, শাওমি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপে ২০০ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং এবং ১২০ ওয়াট ওয়্যারলেস চার্জি সুবিধা আনতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।