আসছে শাহরুখের ‘দ্য কিং’, মেয়ে সুহানার নায়ক কে?

শাহরুখের

গত বছর বলিউডে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র মতো পরপর তিনটি তুমুল বাণিজ্যিক সফল ছবি উপহার দেওয়ার পর চলতি বছর বড়পর্দা থেকে আবার গায়েব হয়ে যান শাহরুখ খান। কিন্তু খবর আসে, নতুন ছবি নিয়ে আসছেন বলিউড বাদশাহ। ‘দ্য কিং’ নামের ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা খান।

শাহরুখের

শাহরুখের সঙ্গে সুহানা অভিনয় করবেন, খবরটি পুরোনো নয়। তবে নতুন খবর, সুহানা যে ছবিতে অভিনয় করছেন, সেখানে যোগ করা হয়েছে একজন অল্প বয়সী অভিনেতাকে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘দ্য কিং’ ছবিতে ‘মুঞ্জ্যা’ ছবি খ্যাত তরুণ অভিনেতা অভয় ভার্মাকে নেওয়া হয়েছে। এর আগে এই ছবিতে প্রধান ভূমিকায় অভিষেক এর নাম উঠলে নড়ে বসে দর্শকেরা। এবার সঙ্গে জুড়ল অভয় ভার্মার নাম। সূত্রের খবর, ছবিতে নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে চলেছেন ‘মুঞ্জ্যা’ ছবির নায়ক। সেই সূত্র আরও জানিয়েছে, অভয়ও নাকি এক ছবিতেই শাহরুখ-অভিষেকের মতো তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি।

তবে ‘দ্য কিং’-এ শাহরুখ-কন্যার বিপরীতেই অভয়কে দেখা যাবে কিনা, সে বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি।

ছবি ঘনিষ্ঠ অন্য এক সূত্র জানিয়েছে, ইতোমধ্যে শুরু হয়েছে ‘দ্য কিং’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। ছবির শ্যুটিং লোকেশন বাছাইয়ের জন্য দেশে-বিদেশে রেকিও শুরু করে দিয়েছেন নির্মাতারা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হয়ে যাবে ‘দ্য কিং’-এর শ্যুটিং।

‘লাপাতা লেডিস’ দেখলেন আমির-কিরণ, সাথে ছিল কে?

এদিকে অভিনেতা অভয় ভার্মাকে এর আগে ‘ফ্যামিলি ম্যান’, ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’-এ দেখেছেন দর্শকেরা। ‘মুঞ্জ্যা’-তে আগাগোড়া অভয়ের সপ্রতিভ অভিনয় নজর কেড়েছিল ছবি সমালোচকদেরও।