হলেন নতুন ধামাকা নিয়ে। এবার তাদের তুরুপের তাস চিত্রনায়ক সিয়াম আহমেদ। বুধবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে তাদের নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক, যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরা।

কয়েক সেকেন্ডের এই ঝলকই বলে দিচ্ছে, ‘বরবাদ’-এর চেয়েও বড় কোনো ‘ভায়োলেন্স’ আর অন্ধকারের গল্প নিয়ে পর্দায় ফিরছেন এই নির্মাতা।
রক্তাক্ত বাথটাব ও সিয়ামের বিধ্বংসী রূপ সিনেমার ফার্স্ট লুকে দেখা যায় এক অবিশ্বাস্য ও লোমহর্ষক দৃশ্য। ধবধবে সাদা ঘরের মেঝে জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। মাঝখানে রক্তে ভরা একটি বাথটাব, যেখানে নিথর পড়ে আছে একটি বাঘ! বাথটাবের পাশে সাদা স্যুট-বুটে দাঁড়িয়ে আছেন নায়ক সিয়াম আহমেদ। তার এক হাতে চায়নিজ কুড়াল আর অন্য হাতে পিস্তল। তিনি গুলি ছুড়লেন মৃত বাঘটির দিকে। চোখেমুখে ফুটে ওঠা বিষাদগ্রস্ত অভিব্যক্তির মাঝেও তার দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল—যা স্পষ্ট ইঙ্গিত দেয়, ‘রাক্ষস’ প্রেম ও ধ্বংসের এক অদ্ভুত মিশেল।
সিয়ামের ৯ মাসের তপস্যা বুধবার এফডিসিতে ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক রিলিজ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, এই চরিত্রের জন্য তাকে দীর্ঘ ৯ মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে। সিনেমার থিম সম্পর্কে তিনি বলেন, “ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’।”
নায়িকা ও শুটিং লোকেশন ‘রাক্ষস’-এ সিয়ামের নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। জানা গেছে, সিনেমার ক্যানভাস হবে বেশ বড়। দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হবে ছবির কিছু অংশের চিত্রায়ণ।
https://inews.zoombangla.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d/আগারওয়াল
শুরুতে ধারণা ছিল ‘বরবাদ’-এর পর হয়তো নির্মাতারা কিছুটা নমনীয় গল্পের দিকে ঝুঁকবেন। কিন্তু ফার্স্ট লুক প্রকাশের পর স্পষ্ট বোঝা যাচ্ছে, মেহেদী হাসান হৃদয় এবার ভায়োলেন্স এবং অন্ধকার জগতের এমন এক সীমানা ছুঁতে চলেছেন, যা ঢাকাই চলচ্চিত্রে সচরাচর দেখা যায় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



