বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি (Samsung Galaxy M34 5G) ফোন।
স্যামসাং (Samsung) যে ভারতে এই নতু গ্যালাক্সি ফোন লঞ্চ করবে তা নিশ্চিত। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amaozn India) ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি ‘এম’ সিরিজের এই ফোনের টিজার প্রকাশিত হয়েছে। এখনও রয়েছে ‘কামিং সুন’ ট্যাগ। অর্থাৎ ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে আর খুব বেশি দেরি নেই বলেই অনুমান।
শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। এছাড়াও থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেখানে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। ক্যামেরা মডিউলে থাকতে পারে এলিডি ফ্ল্যাশ। লঞ্চের পর অ্যামাজন থেকে কেনা যাবে এই ফোন।
একনজরে দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
অ্যান্ড্রয়েড ১৩ এবং One UI 5.1- এর সাপোর্ট থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর।
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোন।
ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনে। সেখাএ ৪৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপরে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
সূত্র: এবিপি আনন্দ
মহাবিশ্ব তৈরির রহস্য খুঁজবে ‘ইউক্লিড টেলিস্কোপ’, থাকছে যত চমক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।