আসন্ন বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিটে বড় ভুল!
স্পোর্টস ডেস্ক: মিরপুরে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর আগের দিন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বড় ভুল করে বসেছে বোর্ড।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দর্শকদের ক্রয় করা টিকিটে দেখা যায় সফরকারী ইংল্যান্ড দলের পরিবর্তে গ্রেট ব্রিটেনের পতাকা ছাপানো হয়েছে।
সাধারণ অলিম্পিকের মতো আসরগুলোতে ইংল্যান্ডের অ্যাথলিটরা গ্রেট ব্রিটেনের হয়ে অংশ নেন। যেখানে অন্তর্ভূক্ত আছে স্কটল্যান্ড, ওয়েলস এবং আয়ারল্যান্ডও।
তবে ক্রিকেট, ফুটবলে ইংল্যান্ডের আছে স্বতন্ত্র অ্যাসোসিয়েশন। যার কারণে তারা নিজেদের দেশের সাদার মধ্যে লাল রঙের ক্রস চিহ্নিত জাতীয় পতাকাটি ব্যবহার করেন।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বুধবার (১ মার্চ) দুপুর ১২টায়। সিরিজের দ্বিতীয় ম্যাচও একই স্টেডিয়ামে একই সময় মাঠে গড়াবে। বাকি ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।