ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে অন্য আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন।
আজ বুধবার সকাল ৮টায় ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ড ও আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও রাস্তা জ্বালিয়ে যান চলাচল বন্ধ করা হয়। এর ফলে ফরিদপুর-বরিশাল মহাসড়ক ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্থগিত হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, অবরোধ চলাকালে এলাকাবাসী ‘আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই’, ‘নগরকান্দার সঙ্গে জুড়ে দেওয়া কোনোভাবেই মেনে নেব না’ প্রভৃতি স্লোগান দেন।
অবরোধকারীরা অভিযোগ করেন, তাদের আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে রাখার পরিবর্তে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তাদের চলাচল, যোগাযোগ এবং দৈনন্দিন জীবনকে কঠিন করছে। ভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা মিজান মোল্লা বলেন, “আমরা সারা জীবন ফরিদপুর-৪ আসনের ভোটার ছিলাম। আমাদের পুনর্বহাল না হলে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করব না।”
স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “এলাকাবাসীর স্মারকলিপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তাদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।”
ট্রাফিক সমস্যার কথা উল্লেখ করে ট্রাক ড্রাইভার হাসেম শেখ বলেন, “ভোরে ঢাকা থেকে মাগুরা হাসপাতালে একটি মেশিন নিয়ে রওনা দিয়েছি। সকাল ৮টার পর ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৩ ঘণ্টা আটকে আছি।”
উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ স্থানীয়দের বোঝানোর চেষ্টা করছে, তবে বাসিন্দারা তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।