আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিং ব্যর্থতার চরম রূপ দেখল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে মাত্র ৯৩ রানে গুটিয়ে গিয়ে ২০০ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা, ফলে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের দলকে।
টি-টোয়েন্টি সিরিজে দাপুটে পারফরম্যান্স দেখালেও ওয়ানডেতে যেন হারিয়ে গেল সেই আত্মবিশ্বাস। ব্যাট হাতে ধারাবাহিকতার ঘাটতি, অদ্ভুত সব আউট—সব মিলিয়ে ধস নেমেছে ব্যাটিং লাইনআপে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের এই ব্যর্থতা অকপটে স্বীকার করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে সমালোচনার মাঝেও আশাবাদ হারাননি তিনি।
“আসলে আমরা এত খারাপ দলও না, যতটা খারাপ খেলছি,”—বলেছেন মিরাজ।“এখানে যদি উন্নতি না করতে পারি, তাহলে আরও কঠিন হবে। ভুলগুলো যদি বারবার রিপিট করি, তাহলে সেটাই হবে বড় সমস্যা।”
প্রশ্ন উঠেছিল, এত ভুলের পরও কোচিং স্টাফরা কী করছেন না? মিরাজের উত্তর শান্ত ও ভারসাম্যপূর্ণ—
“সবাই কাজ করছে। ইচ্ছা করে কেউ খারাপ খেলে না। সবাই ভালো খেলার চেষ্টাই করে। অনেক সময় জিনিসগুলো পক্ষে আসে না। কেউ ৩০-৩৫ করে আউট হয়ে যাচ্ছে—এভাবে ব্যাটাররা আউট হলে আমাদের জন্য কঠিন হয়ে পড়ে।”
অধিনায়ক হিসেবে দলের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি—“দলটা এখন খারাপ সময় পার করছে, এটা সত্যি। তবে দুই দিন পরিবারের সঙ্গে সময় কাটালে হয়তো আমরা আরও ফ্রেশভাবে ফিরতে পারব। ব্যাটারদের মানসিকভাবে শক্ত থাকতে হবে। কোচিং স্টাফরা আমাদের মানসিকভাবে অনেক সাপোর্ট দিচ্ছেন। অধিনায়ক হিসেবে আমাকেও সেটাই করতে হবে।”
হোয়াইটওয়াশের কষ্ট নিয়েও আত্মবিশ্বাস হারাননি মিরাজ—বিশ্বাস রাখছেন, ফিরে আসবে বাংলাদেশ ক্রিকেটের হারানো ছন্দ।
দর্শকদের আনন্দের চেয়ে হতাশাই বেশি উপহার দিয়েছে বাংলাদেশ দল। মিরাজ বললেন, ‘যদি ভালো ক্রিকেট খেলতাম ভালো লাগত। যেহেতু খেলিনি সবাইকে দায় নিতে হবে, অধিনায়ক হিসেবে আমাকেও দায় নিতে হবে। আমি আশা করছি আমাদের দল কামব্যাক করবে। আমি বিশ্বাস করি এবং দলকে সেভাবেই বুস্ট আপ করব। আশা করি দর্শকদের (সামনে) সেরকম ম্যাচ উপহার দিতে পারব।’
টি-টোয়েন্টি খেলতে খেলতে যেন ওয়ানডে ক্রিকেট খেলাটা ভুলেই গেছে বাংলাদেশ দল। ব্যাটাররা ৩০-৪০ রানের বেশি করতে পারছেন না। পুরো ৫০ ওভার ব্যাট করতে পারছে না বাংলাদেশ। ২০০ রানও তুলতে পারছে না বোর্ডে। এমন দশায় মিরাজ বলেছেন, ‘অবশ্যই ৫০ ওভার খেলা টার্গেট থাকবে। শেষ কিছু ম্যাচে আমরা ৫০ ওভার খেলতে পারিনি। সেভাবেই টার্গেট করছি ৫০ ওভার খেলার জন্য।’
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।