আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার শক্তিশালী শাসক বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে প্রায় ৩২ হাজারের বেশি মানুষ ফিরে গেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রণালয় শনিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। আঙ্কার প্রায় ৩০ লাখ সিরিয়ান শরণার্থীদের আশ্রয়দাতা। খবর আল জাজিরা
অন্যদিকে শুক্রবার দেশটিতে গত ১৩ বছরের গৃহযুদ্ধে যারা নির্মমতার শিকার হয়েছেন তাদের স্মরণে একটি সমাবেশের আয়োজন করা হয়।
সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হলে লাখ লাখ মানুষ পালিয়ে যায়। গত ৮ ডিসেম্বর আসাদের পতন হওয়ার পর অনেকে তাদের দেশে ফেরার আশা দেখছেন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া স্থানীয় নিউজ চ্যানেল টিজিআরটি কে জানায়, প্রায় ৩০ হাজার ৬৬৩ জন সিরীয়ান দেশে ফিরে গেছেন। তাদের মধ্যে প্রায় ৩০ শতাংশ তুরস্কে জন্মগ্রহণ করেছে।
এর আগে মঙ্গলবার ইয়ারলিকায়া বলেন, ২৫ হাজারের বেশি সিরিয়ান তাদের দেশে ফিরেছেন। তিনি আরও বলেন, তাদেরকে আরও তিন বছর আবার তুরস্কের ফিরে আসার অনুমতি দেয়া হবে। যা ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে।
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে ‘অভিবাসী ব্যবস্থাপনা অফিস; খোলার কথা জানিয়েছে আঙ্কারা। যেখান থেকে সবচেয়ে বেশি শরণার্থী এসে তুরস্কে বসবাস করেছে। এছাড়া আলেপ্পোতে কিছুদিনের মধ্যে কনস্যুলেট জেনারেলেরও অফিসও খোলা হবে।
সীমান্তে সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের ১৯ সেনা নিহত, দাবি সংবাদমাধ্যম চায়না ডেইলি’র
গত ১৪ ডিসেম্বর তুরস্ক সিরিয়ার রাজধানী দামেস্কে পুনরায় দুতাবাস চালু করে। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম আসাদকে হটিয়ে ক্ষমতা দখলের ছয় দিনের মাঝেই তুরস্ক তাদের দুতাবাস চালু করে।