আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মেয়েকে ভালোবাসা ও বিয়ের প্রস্তাব দেওয়ায় দেশটির এক সেনা সদস্য গুম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অনলাইনে পোস্ট করা একাধিক ভিডিওতে ওই সেনা সদস্য আসাদের মেয়ে জেইন আসাদকে ভালোবাসার কথা জানান। সেইসঙ্গে তাকে বিয়ে করার প্রস্তাব দেন।
মিডেল ইস্ট মনিটর বলছে, ইয়াজান সলতানি নামের ওই সেনা প্রেসিডেন্ট আসাদের অনুগত সামরিক বাহিনীর সদস্য। তবে এই ধরনের ভিডিও পোস্ট করার আগে সলতানির সহকর্মী ও শুভাকাঙ্খীরা তাকে এর পরিণাম সম্পর্কে সতর্ক করেন। কিন্তু তাদের নিষেধ ও সতর্কতায় কান দেননি ওই সেনা সদস্য।
গণমাধ্যমটি বলছে, একটি ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট আসাদের ১৬ বছর বয়সী মেয়েকে সলতানি বলছেন, ‘আমি তোমাকে ভালোবাসি, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য পাগল। তুমি আমার এবং আমি তোমার। তুমি আমার হয়ে যাও।’
আরেক ভিডিওতে তিনি সেনাবাহিনীর ড্রেস পরিহিত অবস্থায় বলছেন, প্রেসিডেন্ট আল-আসাদের মেয়েকে বিয়ে করতে তিনি সবকিছু করবেন।
এর পরই গত মঙ্গলবার নাই হয়ে যান ওই সেনা সদস্য। তার বোনের অভিযোগ, তাকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।