আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রদায়িক রাজনীতির আঁচে পুড়ছে ভারত৷ তবে তার মাঝেও কেউ কেউ আছেন যারা পরস্পরের প্রতি বাড়িয়ে দিয়েছেন সামাজিক ও ধর্মীয় সহযোগিতার হাত৷ মতিবর রহমানও তেমনি এক মুসলমান৷
মতিবরের বাড়ি ভারতের আসামে৷ বাড়ির পাশেই রয়েছে একটি শিব মন্দির৷ নাম বুরহা গোসাঁইর থান মন্দির৷ ৭৩ বছর বয়সি মতিবর দিন শুরু করেন মন্দিরটি পরিচ্ছন্ন করার কাজ দিয়ে৷
মতিবর এ দায়িত্ব পেয়েছেন তার পূর্বপুরুষের কাছ থেকে৷ জানা যায়, কয়েকশ’ বছর ধরে এ মন্দিরটির দেখভালের দায়িত্ব পালন করছেন মতিবরের পূর্বপুরুষরা৷ আর এ ঐতিহ্য ধরে রেখেছেন তিনি নিজেও৷ তাই মন্দিরের সকালের পবিত্রকর্ম থেকে শুরু করে সান্ধ্যকালীর বাতি প্রজ্জলনের দায়িত্বটুকুও তিনি পালন করেন যত্নের সাথে৷
‘‘কয়েক পুরুষ ধরেই আমরা এ মন্দিরটি দেখাশোনা করছি”, বার্তা সংস্থা এএফপিকে বলেন মতিবর৷ তিনি জানান, প্রায় পাঁচশ’ বছর আগে বোরহনসা নামে তাঁর একজন পূর্বপুরুষ ছিলেন৷ তিনি শিব দেবতার আজ্ঞা প্রাপ্ত হন এই মর্মে যে, এ মন্দিরটি তাঁকে দেখাশোনা করতে হবে৷ আর এ দেবতা শুধু বুরহনসা পরিবারকেই মন্দিরটি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন বলে জানান মতিবর৷ ‘‘সেই থেকে আজ অবধি আমরাই এ দায়িত্ব পালন করছি”, বলেন তিনি৷
উল্লেখ্য, আসাম রাজ্যে নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের কাজ করছে ভারতের ক্ষমতাসীন সরকার৷ আর এ প্রক্রিয়ায় রাজ্যটির প্রায় ২০ লাখ লোক তালিকা থেকে বাদ পড়েছে বলে জানা গেছে৷ তবে ভাগ্যবান মতিবর৷ তালিকায় এসেছে তাঁর নাম৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।