ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে শনিবার (৩১ আগস্ট) প্রকাশিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক নিবন্ধন তালিকা (এনআরসি)।
ভারতীয় বার্তা সংস্থা এনডিটিভি জানায়, শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় অনলাইনে প্রকাশ করা হবে আসামের চূড়ান্ত জাতীয় নাগরিক তালিকা। কোনও অ-ভারতীয় এই তালিকাভুক্ত না হন সেজন্যই প্রথম তালিকা প্রকাশের পর এক বছরেরও বেশি সময় নিয়ে প্রকাশিত হতে চলেছে এই তালিকা।
এই নাগরিক তালিকা প্রকাশের পর উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যে কোনও বিশৃঙ্খলা ঠেকাতে এরই মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে আসামে। সতর্ক অবস্থানে রয়েছে রাজ্যের পুলিশ বাহিনী। তবে এনআরসি তালিকায় নাম না থাকলে বিভ্রান্ত না হয়ে শান্ত থাকার পরামর্শ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তালিকায় নাম না থাকা মানেই তারা বিদেশি নন। যে সব অধিবাসীদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে না বিদেশ ট্রাইব্যুনালে নিজেদের নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন তারা। কেন্দ্রের পক্ষ থেকে জানান হয়, নাম নথিভুক্ত করার সময়সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে এক হাজারটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। নাম নথিভুক্ত না হওয়া ব্যক্তি দ্বারস্থ হতে পারবেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই তালিকাভুক্ত না হওয়া ব্যক্তিকে শরণার্থী শিবিরে পাঠানো হবে না। জেলাস্তর থেকে সব ধরনের আইনি সহায়তা পাবেন নথিভুক্ত না হওয়ার ব্যক্তিরা।
আসামের রাজ্য সরকার এনআরসি’র প্রথম খসড়া তালিকা প্রকাশ করে গত বছরের জানুয়ারিতে। ওই খসড়া তালিকা থেকে বাদ পড়েন প্রায় ১ কোটি ৩৯ লাখ বাসিন্দা। তারপর দুই দফায় গত বছরের জুলাই এবং চলতি বছরের জুনে প্রকাশিত খসড়া থেকে বাদ পড়ে ৪১ লাখ মানুষ।
এসকে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।