সাদমান, মিঠুন, মুমিনুল ও ইমরুলরা ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে প্যাভিলিয়নে গিয়ে বসে আছেন। ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দলীয় ১৩ রানের সময়ই ৪ উইকেট হারায় বাংলাদেশ। আরেকটি ইনিংস হার যখন চোখ রাঙাচ্ছে তখন বাংলাদেশ দলের ভার কাঁধে তুলে নিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ জুটি। ৭০ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেয়ার মুহূর্তে হঠাৎ পায়ের পেশিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন মাহমুদউল্লাহ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৮২ রান তুলেছে বাংলাদেশ। মুশফিক ২৪ ও মিরাজ ০ ক্রিজে আছেন। লিড থেকে ১৫৯ রান পিছিয়ে আছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ৩৮ রানে আপাতত মাঠের বাইরে আছেন।
এ জুটির ওপর বাংলাদেশ এর আগেও বেশ কয়েকবার ভর করে বাঁধা পার হয়েছে। তাই আজও স্বপ্ন দেখছে লজ্জা থেকে মুক্তি পাওয়ার। কেননা ইন্দোরের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এখন ইডেন টেস্টেও সেই একই অবস্থা। ১০৬ রানে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ার পর ভারত ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করেছিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।