জুমবাংলা ডেস্ক: আজ ৭ মে জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতি গাজীপুরের জনপ্রিয় নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ১৭তম শাহাদাৎ বার্ষিকী।
এ উপলক্ষে টঙ্গীসহ গাজীপুরের বিভিন্ন স্থানে করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে স্বল্পপরিসরে নানা আয়োজনে দিবসটি পালন করছে আওয়ামী লীগ।
আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের পক্ষ থেকে সংক্ষিপ্ত কর্মসুচি নেওয়া হয়েছে। কর্মসুচির মধ্যে রয়েছে- মিলাদ ও দোয়া মাহফিল, ইফতার ও তাবারক বিতরণ ও স্মরণ সভা।
আজ সকালে পূবাইলের হায়দরাবাদ গ্রামে স্বাস্থ্যবিধি মেনে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুপার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে বিকালে মিলাদ ও দোয়া মাহফিল, ইফতার এবং তবারক বিতরণ করা হবে।
এছাড়া টঙ্গী, গাজীপুরে আওয়ামী লীগ, শ্রমিকলীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করবে।
শহীদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি তার পিতার ১৭তম শাহাদাৎ বার্ষিকীতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার বাদী তার ছোট ভাই গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় অনতিবিলম্বে কার্যকরের দাবি জানিয়েছেন।
২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে গাজীপুরের জনপ্রিয় এই এমপিকে টঙ্গীর নিজ বাসভবনের সামনে নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
আহসান উল্লাহ মাস্টার এমপি গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


