জুমবাংলা ডেস্ক : বরগুনার পাথরঘাটা উপজেলায় এক নারীকে মারধর করে তার আড়াই বছরের শিশুকে আছাড় দেওয়ার অভিযোগ উঠেছে এক শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় উদ্ধার করে ওই রাতেই শিশুসহ তার মাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযুক্ত মাহমুদ উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মতিউর রহমানের ছেলে। অন্যদিকে ভুক্তভোগী হাওয়া বেগম সদর ইউনিয়নের হরিণঘাটা গ্রামের মো. ফারুক দফাদারের মেয়ে। আহত শিশুর নাম জান্নাতি।
ভুক্তভোগী শিশুর মা হাওয়া বেগম বলেন, ‘আমার স্বামীর নাম জামাল। স্বামীর পরকীয়া সম্পর্ক থাকায় কলহের সৃস্টি হলে পারিবারিকভাবেই খোলা তালাকের মাধ্যমে গত ২৭ নভেম্বর আমাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে ফের বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে কয়েক দফায় শারীরিক সম্পর্ক করে জামাল। পরবর্তীতে আমি তাকে বিয়ের জন্য চাপ দিলে সে আমাকে তার ভাড়া ঘরের তালা ভেঙে সেখানে উঠতে বলে।’
হাওয়া বেগম বলেন, ‘তার কথামতো আমি সেখানে গিয়ে জানতে পারি জামাল দ্বিতীয় বিয়ে করেছে। এ নিয়ে বাকবিতণ্ডা হলে জামাল আমাকে মারধর করলে আমার মা ফিরোজা বাদী হয়ে গত বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেয়।’
ভুক্তভোগী শিশুর মা আরও বলেন, ‘শুক্রবার ঘর মালিকের ছেলে মাহমুদ, তার সহযোগী দুলাল খান ও জামালের দ্বিতীয় স্ত্রী ফাতিমা ঘরে ঢুকে প্রথমে আমার বৃদ্ধা মাকে মারধর শুরু করে। পরে আমি বাধা দিলে আমার কোলে থাকা আড়াই বছরের শিশু জান্নাতিকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় মাহমুদ। মেয়েকে বাঁচাতে গেলে আমাকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে। পরে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসে আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে।’
তবে মাহমুদ এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমার ভাড়া দেওয়া ঘরের তালা ভেঙে প্রবেশের কারণ জানতে চাইলে তারা উল্টো আমাদের ওপর হামলার চেষ্টা করে। পরে সামাল দিতে পুলিশকে খবর দেই।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুক্রবার রাতের মারধরের ঘটনার এখনো লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে ঘটনার আগের দিন হাওয়ার মা ফিরোজা বেগম তার মেয়েকে সাবেক স্বামী ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।’ সূত্র : দৈনিক আমাদের সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।