জুমবাংলা ডেস্ক : রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ফারুক হোসেন স্বাক্ষরিত এক পত্রে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের পত্রে বলা হয়েছে, অতি সম্প্রতি আড়ানীর পৌর মেয়র মুক্তার আলীর বিরুদ্ধে বাঘা থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে মুক্তার আলীকে। তার বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ অস্ত্র গুলি ও মাদক উদ্ধার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী এসব মামলা দায়ের করেছেন। এসব অপরাধ গুরুতর ও তার পদ থেকে অপসারণযোগ্য।
এদিকে বিষয়টি স্থানীয় সরকার (পৌরসভা) বিভাগের ২০০৯ সালের আইনের ৩২ ধারার ১ এর (খ) ও (ঘ) ধারার অপরাধ। এ আইনে মেয়র মুক্তার আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। পৌরসভার বিধি-অনুযায়ী আড়ানীর পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক একজন প্যানেল মেয়রসহ পরিষদ স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবেন। স্থানীয় সরকার আইনে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ৯ জুলাই গ্রেফতারের পর মুক্তার এখন পুলিশ রিমান্ডে আছেন। এর আগে গত জানুয়ারিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুক্তারকে আড়ানী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।
গত ৬ জুলাই ভ্রাম্যমাণ আদালত লকডাউন লঙ্ঘন করে আড়ানী বাজারে হালখাতা করায় মেয়র মুক্তারের বেয়াই ব্যবসায়ী শামীমকে জরিমানা করেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মুক্তার এদিন সন্ধ্যার পর আড়ানী বাজারের তিনটি ওষুধের দোকানে হামলা চালান নিজেই।
এ সময় মুক্তার ও তার সশস্ত্র ক্যাডার বাহিনী মনোয়ার হোসেন মজনু, আব্দুল হালিম ও জানারুল নামের তিনজন পল্লী চিকিৎসককে বেদম মারধর করেন। ভাঙচুর করা হয় তাদের দোকান। এ রাতেই পল্লী চিকিৎসক মজনু বাঘা থানায় মুক্তার ও তার বাহিনীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
ওই রাতেই পুলিশ মুক্তারের বাড়িতে বড়সড়ো অভিযান করে নগদ কোটি টাকা, ব্যাংকের স্বাক্ষর করা চেক, চারটি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগজিন ও মাদক উদ্ধার করেন। গ্রেফতার করা হয় মুক্তারের স্ত্রী জেসমিন আক্তার ও দুই ভাতিজা শান্ত ও সোহানকে।
অস্ত্র ও মাদক মামলায় তাদেরকে বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গত ৯ জুলাই গ্রেফতারের পর মুক্তারের বাড়িতে দ্বিতীয় দফার অভিযানে আবারও নগদ টাকা মাদক ও অস্ত্র উদ্ধার হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।