আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খানের স্ত্রী বুশরাকে নিয়ে নানা গল্প প্রচলিত আছে। তবে তিনি ইমরান খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই এসব গল্পের ডালপালা জন্মায়।
এসব গল্পের মধ্যে একটি হল বুশরার কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে। সম্প্রতি তাকে নিয়ে আরেকটি গল্প বাজারে ছড়িয়েছে। ইমরান খানের স্ত্রীর ছবি আয়নায় ধরা পড়ে না! চাঞ্চল্যকর এ দাবি করেছে পাকিস্তানের ক্যাপিটাল টিভি।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক খবরে রবিবার (২৯ সেপ্টেম্বর) বলা হয়েছে, বুশরা বিবির ছবি আয়নায় দেখা যায় না। স্পষ্ট করে বলতে গেলে বুশরার ছবি আয়নায় ধরা পড়ে না। প্রধানমন্ত্রীর স্টাফদের কাছে থেকে এ খবর পেয়েছে ক্যাপিটাল টিভি।
Pakistan's first lady Bushra Bibi's image does not appear in mirrors: PM House staff
Read @ANI story | https://t.co/H5eej6qq6R pic.twitter.com/b4Q17GIWu1
— ANI Digital (@ani_digital) September 29, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।