স্পোর্টস ডেস্ক : ব্যাটে-বলে বাজিমাত করছে সালমা খাতুনের দল। টানা তিন জয়ে দল পেয়েছিল সেমি-ফাইনালের টিকিট। এবার বাছাই পর্বের শেষ চারেও বাজিমাত। আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের মেয়েরা উঠে গেল ফাইনালে। তার পথ ধরেই ২০২০ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিটও পেয়ে গেছে টাইগ্রেসরা।
বৃহস্পতিবার স্কটল্যান্ডে অনুষ্ঠিত সেমি-ফাইনালে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের সেমিতে টস ভাগ্য ছিল আয়ারল্যান্ডের মেয়েদের পক্ষে। তারা প্রথমে ব্যাট করতে নেমে অলআউট হয়ে করে ৮৫ রান। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের দেখা পেয়ে যায় বাংলাদেশের মেয়েরা।
যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে হারিয়ে মিশন শুরু হয়েছিল মেয়েদের। পাপুয়া নিউগিনিকেও হারায় টাইগ্রেসরা। জয় তুলে নেয় স্কটল্যান্ডের বিপক্ষেও।
৭ সেপ্টেম্বর ফাইনাল। এর আগেই অবশ্য ২০২০ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট! গতবার বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল মেয়েরা।
বিস্তারিত আসছে..
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।