স্পোর্টস ডেস্ক: এইতো কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে এক ইনিংসে বাংলাদেশের ছয়জন ডাক মেরেছিলেন, তথা শূন্য রানে আউট হয়েছিলেন। চলতি বছরে সবচেয়ে বেশি ডাক মারার তালিকায় শীর্ষে আছে টাইগাররাই। তবে এবার ভারতও গড়েছে ডাকের রেকর্ড।
মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০তে এক ইনিংসে নিজেদের সর্বোচ্চ গোল্ডেন ডাক মারার নতুন রেকর্ড গড়েছে ভারত। আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের তিনজন ব্যাটার ডাক মেরেছেন।
তাও আবার প্রত্যেকেই গোল্ডেন ডাক! অর্থাৎ প্রথম বলেই আউট। এদিন প্রথম বলেই আউট হন দীনেশ কার্তিক, আক্সার প্যাটেল ও হার্শাল প্যাটেল। এর আগে দলটি কখনোই এক ম্যাচে তিনটি গোল্ডেন ডাকের দেখা পায়নি।
উল্লেখ্য, এদিন ভারতের তিনজন ব্যাটার গোল্ডেন ডাক মারলেও ব্যাট হাতে ঝড় তুলে ভারতকে ২২৭ রানের রানের বিশাল স্কোর এনে দেন দিপক হুদা ও সাঞ্জু স্যামসন। এই দুইজন টি-২০তে ভারতের সর্বোচ্চ ১৭৬ রানের জুটি গড়েন। হুদা মাত্র ৫৭ বলে ১০৭ ও স্যামসন ৪২ বলে ৭৭ রান করেন।
ম্যাচটি ৪ রানে জিতেছে টিম ইন্ডিয়া।
অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় জরিমানা আফ্রিদির, তারপরেও খুশি পাক তারকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।