স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের মধ্য দিয়ে পুনরায় মাঠে গড়াচ্ছে করোনা পরবর্তী ওয়ানডে ক্রিকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগান।
২০২৩ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য ওয়ানডে সুপার লিগের আওতাধীন আয়োজন করা হবে এ সিরিজ। ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০০টায়।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, জেসন রয়, জেমস ভিন্স, ইয়ন মরগান (অধিনায়ক), টম ব্যানটন, স্যাম বিলিংস, মঈন আলী, ডেভিড উইলি, আদিল রশিদ, টম কারান এবং সাকিব মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), গ্রেথ ডেলেনি, হ্যারি ট্যাক্টর, কেভিন ও’ব্রায়েন, লরকান টাকার, কুর্টিস ক্যাম্ফার, সিমি সিং, অ্যান্ডি ম্যাকব্রেইন, ব্যারি ম্যাকার্থি এবং ক্রেইগ ইয়ং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।