আন্তর্জাতিক ডেস্ক : আয়া সুফিয়াতেই প্রহরী হয়ে থাকবে বিখ্যাত বিড়াল গ্লি ও তার বাহিনী। হুরিয়েট ডেইলি নিউজ এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন জানিয়েছে,‘গ্লি’ ও এর পাশাপাশি আয়া সুফিয়ার চত্বরে থাকা অন্যান্য বিড়ালগুলো আগেই মতই থাকবে।
সবুজ চোখ, ধুসর লোমাশ, নাদুস-নুদুস চেহারার বিড়াল গ্লি বেশ বিখ্যাত আয়া সুফিয়াতে। ৮৬ বছর পর আয়া সুফিয়া মসজিদে রূপান্তরিত হওয়ার পর সবার মনেই শঙ্কা তৈরি হয়েছিলো গ্লির অবস্থান এখন কোথায় হবে?
২০০৯ সালে ইস্তান্বুলে আয়া সোফিয়া পরিদর্শন করতে এসে ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গ্লিকে তিনিই প্রথম লক্ষ্য করেন। কয়েকটি ছবিও তুলে ইন্সটাগ্রামে দেন ওবামা। এই ঘটনার পর থেকেই বিখ্যাত হয়ে ওঠে গ্লি।
পর্যটকরা আয়া সোফিয়াতে ঢুকলেই গ্লি তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। চারপেয়ী গ্লির বাসস্থান হল আয়া সোফিয়াই। পর্যটকদের সঙ্গে গ্লির বহু ছবি সোস্যাল মিডিয়া ঘুরে বেড়ায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


