তুরস্কের বিখ্যাত স্থাপনা আয়া সোফিয়ার মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। গতকাল শুক্রবার (২৮ মে) আয়া সোফিয়ায় পবিত্র কোরআনের ১৩৬ হাফেজদের নিয়ে অনুষ্ঠিত সমাবর্তনে এরদোয়ানের কোরআন তেলাওয়াত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
১৩৬ জন পবিত্র হাফেজদের মধ্যে এরদোয়ানের নাতি উমর তায়্যিব আছেন। নাজমুদ্দিন বিলালের ছেলে উমর তায়্যিব এবার পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেন। এছাড়াও সংসদীয় প্রধান মুস্তফা শানতুবের ছেলে উমর আসেম শানতুব হেফজ সমাপনকারীদের মধ্যে আছেন।
৮৬ বছর পর প্রথম বারের মতো ইস্তাম্বুলের বিখ্যাত স্থাপনা আয়া সোফিয়ায় পবিত্র কোরআনের হাফেজদের সমার্বত অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট এরদোয়ান ছাড়াও ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ উকতায়ি, সংসদীয় প্রধান মুস্তফা শানতুব, সুদানের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মুহাম্মাদ হামদান দাকলু ও তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান ড. আলি আরবাসসহ আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।
ইস্তাম্বুল চেম্বার অব কমার্স অধিভূক্ত মারমারা আনাতোলিয়া হাই স্কুল ফর ইমাম এন্ড প্রিসার্চ তুরস্কে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী শিক্ষা প্রসারে ব্যাপকভাবে কাজ করে। তুরস্কের এ প্রতিষ্ঠানগুলো ইমাম হাতিপ স্কুল নামে পরিচিত।
الرئيس أردوغان يرتل آيات من القرآن الكريم بجامع "أيا صوفيا الكبير"في إسطنبول pic.twitter.com/85XD0I2u5B
— DAILY SABAH العربية (@DSarabic) May 28, 2021
সূত্র : ডেইলি সাবাহ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।