আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের শীর্ষ আদালতের সিদ্ধান্ত এবং রাষ্ট্রপতি এরদোগানের পদক্ষেপে ইস্তাম্বুলের প্রসিদ্ধ আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর করা হয়েছে। ১ হাজার ৫০০ বছর আগে আয়া সোফিয়া খ্রিষ্টান সম্প্রদায়ের প্রসিদ্ধ অর্থোডক্স গির্জা ছিল। ১৪৫৩ সালে অটোমানদের বিজয়ের পরে এটি মসজিদে রূপান্তর করা হয়।
তুরস্কের এমন পদক্ষেপে চিরাচরিত শত্রু গ্রিসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পারে। সাম্প্রতিক সময়ে এরদোগানের উদ্যোগে রাশিয়ার সঙ্গে যে সম্পর্কের উন্নতি হয়েছিল তাও নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এই পদক্ষেপের পরই গ্রিস প্রতিক্রিয়ায় জানায়, সভ্য সমাজকে খোলাখুলি উস্কানি দিচ্ছে মুসলিম প্রধান দেশ তুরস্ক। দেশটির সংস্কৃতি মন্ত্রী লিনা মেনদনি বলেন, ‘এরদোগানের এই পদক্ষেপ তুরস্ককে ৬ শতক পিছিয়ে নিয়ে গেল।’
একই ভাবে ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়ার অর্থোডক্স গির্জা। গির্জার মুখপাত্র ভ্লাদিমির লেগয়ডা জানিয়েছেন, কয়েক কোটি খ্রিষ্টান সম্প্রদায়ের কথা না ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার বার অনুরোধ করা হয়েছিল, এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক ভালোভাবে বিচার করে দেখতে। বোঝাই যাচ্ছে কোনো কথাকেই পাত্তা দেওয়া হয়নি সিদ্ধান্ত নেওয়ার আগে।’
ইউনেস্কোর প্রধান অড্রি আজুলে বলেন, ‘ইউএন-এর সংস্কৃতি বিভাগের সঙ্গে কোনো আলোচনা না করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর জন্যে তিনি নিজে খুব দুঃখিত। এর বিরোধিতা এবং কড়া সমালোচনা করেছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। তাদের মতে ঐতিহাসিক এই সৌধটিকে নিয়ে দ্ব্যর্থহীন রাজনীতি করা হল।’
সূত্র: এই সময়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



