Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
তবে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে এমপি ওমর ফারুক চৌধুরীর। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দিন তাদের ল্যাবে মোট ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে এমপি ওমর ফারুক চৌধুরীর স্ত্রী পারুল চৌধুরীও আছেন।
নতুন শনাক্ত কোভিড-১৯ রোগীদের মধ্যে ৩০ জন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া রামেক হাসপাতালের ২ জন, বাগমারার ২ জন, ২ জন র্যাব-৫ এর সদস্য, ৯ জন পুলিশ সদস্য এবং পুঠিয়া, দুর্গাপুর এবং চারঘাট উপজেলার ১ জন করে ব্যক্তির করোনা শনাক্ত হয়েছ। সূত্র: সোনালী সংবাদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।