জুমবাংলা ডেস্ক : নেত্রকোনার মোহনগঞ্জ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে পাল্টাপাল্টি মামলা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা কমিটির সভাপতি মিজানুর রহমান রিজন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষের ৫৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।
এর আগে রোববার উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতনের পক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দুটি মামলা হয়। এতে ৬৬ নেতাকর্মীকে আসামি করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে হুমকি, ভয়-ভীতি প্রদর্শন, ক্ষতি সাধনসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে মোহনগঞ্জ পৌরশহরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় বাসাবাড়িতে হামলা, দোকানপাট ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।