জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের এনায়েতপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন চলাকালে দুই-গ্রুপের সংঘর্ষে আব্দুল জলিল (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
বুধবার (২৪ মার্চ) বিকেল সোয়া পাচটার দিকে এনায়েতপুরের বেতিল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার সকাল থেকে জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। এক পর্যায়ে সম্মেলনের ভোট গণনার সময় বিকেল সোয়া পাচটার দিকে স্থানীয় সাংসদ আব্দুল মমিন মন্ডল ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এতে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে ঘটনাস্থলেই আব্দুল জলিল (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়। আহত হয় উভয় পক্ষের আরো অন্তত ১০ জন।
এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।