জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে লিফলেট বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি।
সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করে ক্ষমতা দখল করে আছে। জনগণের কথা না ভেবে দুর্নীতি ও জুলুম, নির্যাতনে ব্যস্ত রয়েছে। কারাগারে বিএনপির নেতা-কর্মীদের ওপর বিভিন্নভাবে নির্মম নির্যাতন চালাচ্ছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের সব দুর্নীতি ও অপকর্মের হিসাব অবশ্যই জনগণকে দিতে হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণের পাঁচ দিনের কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার।
এ সময় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেত্রী আরিফা সুলতানা রুমা প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।