বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগের হাতে অনেক অবৈধ অস্ত্র ও টাকা রয়েছে। অবৈধভাবে লাইসেন্স দেওয়া সেসব অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়নি।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে নরসিংদী জেলা বিএনপির প্রতিবাদ মিছিল শেষে এ কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, পাশের দেশ থেকে অস্ত্র আমদানি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে বাংলাদেশের আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। এ দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে। দ্রুত সময়ের মধ্যে হাদির ওপর হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হবে। ২০২৬ এর ফ্রেব্রুয়ারির ১২ তারিখে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই। স্বৈরাচার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারাই নির্বাচন বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। তাদেরকে চিহ্নিত করে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সহসভাপতি এম এ জলিল, সহসভাপতি আকবর হোসেন, সহসভাপতি হারুন অর রশিদ, সহসভাপতি রবিউল ইসলাম রবিসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
মিছিলটি নরসিংদী জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



