জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জামায়াতকে তিনি কখনোই গণমানুষের দল হিসেবে দেখেননি।
তার মতে, আওয়ামী লীগ ও জামায়াত আসলে একই মুদ্রার দুই পিঠ-একটি অপরটির বিকল্প নয়।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াত যদি মনে করে, তাদের হাতে ক্ষমতা এলে দেশে গণতন্ত্র শক্তিশালী হবে, তবে তারা ভুল করছে।
সামান্তা শারমিন আরও মন্তব্য করেন, আগে আওয়ামী লীগ নিজেদের স্বার্থে জামায়াতকে ব্যবহার করেছে।
এখন দেখা যাচ্ছে, ঠিক উল্টোভাবে জামায়াত আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে। শেষ পর্যন্ত এতে আওয়ামী লীগের ফের ক্ষমতায় ফেরার সুযোগই তৈরি হবে।
তিনি আরও বলেন, এনসিপি’র রাষ্ট্রকাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা জামায়াত বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনোভাবেই সাদৃশ্যপূর্ণ নয়। আমাদের লক্ষ্য ভিন্ন-জনগণকেন্দ্রিক রাজনীতি গড়ে তোলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।