জুমবাংলা ডেস্ক : দল হিসেবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে, তবে তাদের সবাই খারাপ নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক সাংবাদিক ফরহাদ মজহার। গতকাল শুক্রবার বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেছেন।
ফরহাদ মজহার বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বরং পুনর্বিবেচনার মাধ্যমে পরস্পরের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে। তবে আইন করে দলটি নিষিদ্ধ করা যেতে পারে বলেও মত দেন তিনি।
তিনি বলেন, জনগণের অভিপ্রায় সনাক্ত করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। যার জন্য আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়েছেন। সরকারের উচিত ছিল প্রান্তিক জনগোষ্ঠীর মতামত নিয়ে আগে গঠনতন্ত্র ঠিক করা, পরে রাষ্ট্র পরিচালনার কথা চিন্তা করা। কিন্তু তারা ঢাকায় বসে থেকে সংস্কার কমিশনের মাধ্যমে কাজ করছেন।
ফরহাদ মজহার বলেন, মনে রাখতে হবে বিদ্যমান আইনকে স্বীকার না করেই কিন্তু জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। যখন আইনকে উৎখাত করার পরই নতুন আইন ব্যবস্থা গঠন করার অভিপ্রায় রয়েছে, সেহেতু জনগণের অভিপ্রায় সনাক্ত করে জনগণের কাছেই ক্ষমতা দিতে হবে। মনে রাখতে হবে, জুলাই আন্দোলনে বিএনপি, জামায়াত ও ছাত্রসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
কিন্তু এটাকে কারও দলীয় আন্দোলন বলা যায় না। এটা ছিল ছাত্র-জনতার আন্দোলন, যার নেতৃত্বে ছিল ছাত্র-জনতা।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বিনা ভোটের সরকার নয়, তারা জনগণের রক্ত দ্বারা নির্বাচিত সরকার। জনগণের আশা আকাঙ্ক্ষা ও চাহিদার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে বর্তমান সরকারের। আগে গঠনতন্ত্র, পরে সরকার।
যে কারণে গণপরিষদ সরকার। ফরহাদ মজহারের দৃষ্টিতে গঠনতন্ত্র ঠিক না করে জাতীয় নির্বাচনের কোনো প্রয়োজন নেই।
মতবিনিময় সভায় বগুড়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য রেজাউল হাসান রানু, সদস্য সচিব সবুর শাহ, যুগ্ম আহ্বায়ক রাহাত রিটু, আবুল কালাম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেষ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, জৈষ্ঠ্য সদস্য টি. এম. মামুন, ফেরদৌসুর রহমান, সুমন সরদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।