Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইঁদুরের জন্য তিন দিন বিমানের উড্ডয়ন বাতিল করেছে শ্রীলঙ্কান এয়ারলাইনস। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের লাহোর থেকে ছেড়ে আসা শ্রীলঙ্কান এয়ারলাইনসের এয়ারবাস এ৩৩০ ফ্লাইটে গত বৃহস্পতিবার ইঁদুর পাওয়া যায়। পরে ইঁদুরটি কোনো গুরুতর ক্ষতি করেছে কি না তা নিশ্চিত হতে বিমানে অনুসন্ধান চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন এয়ারলাইন কর্মকর্তা বলেন, বিমানটি কলম্বোতে তিন দিনের জন্য গ্রাউন্ডেড ছিল। ইঁদুরের অস্তিত্ব নিশ্চিত না করে বিমানটি ওড়ানো যায়নি। পরে সেটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আরেকজন এয়ারলাইন কর্মকর্তা বলেন, বিমানটি এখন পুনরায় ফ্লাইট শুরু করেছে। তবে উড্ডয়ন বাতিলের কারণে পুরো সময়সূচির ওপর প্রভাব পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।