স্পোর্টস ডেস্ক : ইরানের বিপক্ষে ইংল্যান্ডের বিশাল জয়ের পর রাত ২টা পর্যন্ত উদযাপন করেছেন খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীরা। সেখানে এক রাতেই তারা অ্যালকোহলের বিল করেছেন ২০ হাজার ডলারের বেশি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা। এই অ্যালকোহল বিল ছাঁটাইয়ের নতুন ফন্দিও আঁটছেন ইংলিশ খেলোয়াড়দের স্ত্রীরা। এমনটি জানিয়েছে ডেইলি মেইল ইউকে।
আসরের শুরুতেই পাহাড় সমান লাগেজ নিয়ে দোহায় আসতে দেখা যায় ইংলিশ খেলোয়াড়দের স্ত্রীদের। টুর্নামেন্ট জুড়ে পরিবারের নিরাপত্তার কথা ভেবে ১ বিলিয়ন পাউন্ডের বিশাল প্রমোদ তরীতে তাদের থাকার ব্যবস্থাও হয়। কাতারে অ্যালকোহল পান নিয়ে বাধ্যবাধকতা থাকলেও এই প্রমোদতরীতে পার্টি করায় নেই কোনো বিধিনিষেধ।
তবে মাথা ঘুরে যাওয়ার মতো এই বিলের পর খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীরা নতুন পরিকল্পনা করছেন বিল ছাঁটাইয়ের। দুপুর ও রাতের খাবারের সাথেই তারা অ্যালকোহল অর্ডার করবেন। এতে করে কাতার থেকে আয়োজিত খাবারের সাথেই অ্যালকোহলের বিল জুড়ে দেয়ার ফন্দি এঁটেছেন তারা। আর এই বিল পরিশোধ করবে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।