স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপের মিশনটা দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ। আফগান পরীক্ষায় উৎরে যাওয়ার পর টাইগারদের এখন দিতে হবে ইংলিশ পরীক্ষা। মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচটির ফলাফলের ওপর অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের সেমির দৌড়ে টিকে থাকাটা। কেননা ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলে শেষ চারে জায়গা করে নেওয়ার মিশনটা বেশ সহজ হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য।
কেননা ৯ ম্যাচের ভেতর ৬টিতে জিতলেই কোনো দল এগিয়ে রাখবে নিজেদের সেমির মিশনে। আর ইংল্যান্ডের বিপক্ষে জয়টা পেলেই বাংলাদেশ পাবে চলতি আসরে দ্বিতীয় জয়। এরপর বাকি ৭ ম্যাচের ভেতর ৪টিতে জিতলেই সেমির অন্যত্যম দাবিদার হবে টিম টাইগার্স।
কিন্তু এখনই নিশ্চিতভাবে বলা যাবে না যে ছয়টি ম্যাচ জিতলেই নিশ্চিত হবে সেমি। পুরো বিষয়টি নির্ভর করছে অংশ নেওয়া দলগুলোর জয়-পরাজয়ের ওপর।
রাউন্ড রবিন লিগের পয়েন্ট টেবিলের সেরা চার দল জায়গা করে নিবে শেষ চারে। এখন পয়েন্ট টেবিলের শেষ সময়ের পরিস্থিতি বলে দেবে সেমিতে জায়গা করে নেবে কোন কোন দল। পূর্বের বিশ্বকাপগুলোর অভিজ্ঞতা নিয়ে ৬ ম্যাচে জয়ের বিষয়টি একটি মাপকাঠি হিসেবে দাঁড় করানো হয়েছে কেবল।
ইংল্যান্ডকে হারানোর পর আরও তিনটি শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। সেগুলো পূরণ করতে পারলেই বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
চলুন দেখে যাওয়া যাক সেমি নিশ্চিতে বাংলাদেশকে পূরণ করতে হবে যেসব শর্ত-
শর্ত-১ : সেমি নিশ্চিত করতে হলে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ভেতর যে কোন এক দলের বিপক্ষে জয় পেতেই হবে বাংলাদেশের।
শর্ত-২ : শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস এই দুই দলের বিপক্ষে বাধ্যতামূলকভাবে জিততে হবে বাংলাদেশকে।
শর্ত-৩ : পাকিস্তান ও সাউথ আফ্রিকার ভেতর যে কোনো একদলের বিপক্ষে জয় পেতেই হবে বাংলাদেশকে।
এই তিন শর্ত পূরণে করতে পারলেই বিশ্বকাপের শেষ চারের টিকিট নিশ্চিত হবে সাকিব বাহিনীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।