স্পোর্টস ডেস্ক: আজ টাইগারদের ইংলিশ পরীক্ষা। সেমির দৌড়ে টিকে থাকতে ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে চারবার। এই চারবারের দেখায় দুই দলের জয় সমান দুটি করে ম্যাচ। নিজেদের পঞ্চম ম্যাচে দুই দলের সামনেই তাই মিশনটা এগিয়ে যাওয়ার।
আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে দ্বিতীয় জয়ের উদ্দেশ্যে সকালে মাঠে নামছে সাকিব বাহিনী। অপরদিকে বর্তমান শিরোপাধারী ইংল্যান্ডের রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরুর তিক্ত স্বাদ। লাল-সবুজের জার্সিধারীদের সামনে তাই মিশন জয়ের ধারা ধরে রাখা। আর বিশ্বকাপজয়ীদের লক্ষ্য জয়ের মুখ দেখা।
কাগজ কলমের হিসাবে ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে থাকলেও বিগ ম্যাচটিতে বাংলাদেশের জয়ের সুযোগ দেখছেন টাইগার স্পিন কোচ রঙ্গনা হেরাথ। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেললে জয় সুনিশ্চিত বলে মনে করছেন লঙ্কান এই কোচ।
হেরাথ বলেন, ‘নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা অ্যাপ্রোচ ও শরীরী ভাষায় থাকতে হবে। এই একই মানসিকতা থাকতে হবে আমাদের। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারলে জয়ের সুযোগ আছে।’
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে ঐতিহ্যগতভাবেই পেসাররা বেশি সুবিধা পান। কিন্তু উইকেট পেসপ্রধান হওয়ার পরও সেখানে সাকিব-মিরাজরা প্রাধান্য বিস্তার করে খেলবে বলে মন্তব্য করেন তিনি।
হেরাথ বলেন, ‘স্পিনাররা ভালো করেছে। তবে তাদের দক্ষতার বাইরে বড় বিষয় হলো তারা প্রথম ম্যাচে উইকেটটা বুঝতে পেরেছিল। এরপর তারা পরিস্থিতি বুঝে বল করেছে। আমি নিশ্চিত, (ইংল্যান্ডের বিপক্ষে) এ দুই স্পিনারই (সাকিব ও মিরাজ) কন্ডিশন বুঝে পিচের চরিত্র অনুযায়ী তারা বল করবে।’
ইংলিশ পরীক্ষায় উত্তীর্ণ হলেই বাংলদেশের যতটুকু সেমির সম্ভাবনা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।