স্পোর্টস ডেস্ক: গত সপ্তাহে দলের তারকা ব্যাটসম্যান বাবর আজমকে ওয়ানডেতে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এর পরেই সাবেক পাক ক্রিকেটার তানভীর আহমেদ নতুন অধিনায়ককে উদ্দেশ্য করে বলেছেন, শুধুমাত্র রান করার দক্ষতা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভাল অধিনায়ক হওয়ার মাপকাঠি নয়। তার মতে, ভাল নেতা হতে গেলে আরও অনেক কিছু দরকার হয়।
সম্প্রতি এ নিয়ে পাকিস্তানের ক্রিকেট সাংবাদিক সাজ সাদিক একটি ভিডিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে। সেই ভিডিওতে তানভীর বলেছেন, বাবর আজমকে ভাল ইংরেজি শিখতে হবে, ব্যক্তিত্ব বাড়াতে হবে এবং ওর ড্রেস সেন্স বদলাতে হবে।
পাক ক্রিকেটে বাবর আজম ধুমকেতুর গতিতে উঠে এসেছেন। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর হয়েছেন। ওয়ানডে-তে তিন নম্বর ও টেস্টে ব্যাটসম্যান হিসেবে পাঁচ নম্বরে রয়েছেন।
আর তাইতো নতুন অধিনায়ক বাবর আজমকে দেওয়া তানভীরের এই অদ্ভুত উপদেশ ভাল ভাবে নিতে পারেননি অনেক ক্রিকেট ভক্ত। এক ভক্ত তানভীরকে কটাক্ষ করে বলেছেন, নিজের ড্রেস সেন্সের দিকে নজর দাও। আরেক জন বলেছেন, বাবর আজম ক্রিকেটার, মডেল নয়।
এদিকে এক ভক্ত প্রশ্ন তুলে দিয়েছেন, ভাল নেতা হতে গেলে কী দরকার? এর পর নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়ে বলেন, ভালো নেতা হতে গেলে দরকার, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ক্রিকেটীয় দক্ষতা এবং ফর্ম।
প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে পাঁচটি টেস্ট ম্যাচ খেলার পাশাপাশি দুটো ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তানভীর আহমেদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।