স্পোর্টস ডেস্ক : ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে প্রথম বারের মত শিরোপাটা নিজেদের ঘরে তুললেন ইংল্যান্ড। বিশ্বকাপ পাওয়াই ইংল্যান্ড বাসী এখন আনন্দে আত্মহারা সেই সাথে অধিনায়ক মরগানের দল ও প্রশংসায় ভাসছে।
ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন, আমি চাইব ইয়ন মরগ্যান আরও বেশ কিছু দিন ইংলিশ দলের অধিনায়কত্ব করে যাক। তবে যদি সে নেতৃত্ব থেকে সরে দাঁড়ায় তা হলে তার অবর্তমানে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে আমি জস বাটলারকেই দেখতে চাইব।
অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, অধিনায়ক হিসেবে ইয়ন মরগ্যান কতটা ভালো তা তো আর প্রমাণের অপেক্ষা রাখে না এর পরও যদি ও দলের নেতৃত্ব দিতে চায় তা হলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চয়ই সেটি সানন্দে মেনে নেবে।
এরপর তিনি বলেন, জস বাটলার একজন দুর্দান্ত ক্রিকেটার এবং ততোধিক অসাধারণ একজন মানুষ নির্ভুলভাবে ম্যাচের গতিপ্রকৃতি ধরতে পারে অধিনায়কের পদ খালি হলে নিঃসন্দেহে জস বাটলারই সব থেকে যোগ্য প্রার্থী হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।