আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। তুলনামূলক খর্ব শক্তির আফগানদের কাছে হারায় জস বাটলারের নেতৃত্বের সমালোচনা করেছেন অনেকেই। সমালোচনার মুখে গতকাল অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বাটলার।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। এই ম্যাচ দিয়েই ইংলিশদের হয়ে নেতৃতের ইতি টানবেন বাটলার। এ প্রসঙ্গে কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানালেন, ‘জস (বাটলার) এই ম্যাচেও নেতৃত্ব দেবে। অধিনায়ক হিসেবে এটিই হবে তার শেষ ম্যাচ। আশা করি, ছেলেরা ভালোভাবে নিজেদের মেলে ধরে তার অধিনায়কত্বকে দারুণভাবে বিদায় জানাবে।’
বাটলারের বিকল্প প্রসঙ্গে ম্যাককালাম বলেন, ‘যেটাই হোক, আমাদের তা কার্যকর করার পথ বের করতে হবে। এখনও ব্যাপারটি খুব কাঁচা, ২৪ ঘণ্টাও হয়নি (বাটলারের সিদ্ধান্ত জানানোর)। শনিবারের ম্যাচের পর আমরা অনেক সময় পাব ভাবার যে, কে আমাদের জন্য উপযুক্ত অধিনায়ক হতে পারে এবং দলের কাছ থেকে সেরাটা বের করে আসতে কোন ধরনের সমর্থন ও কাঠামো তাকে দিতে হবে আমাদের।’
বাটলারের পর নেতৃত্বে দেখা যেতে পারে হ্যারি ব্রুককে। তবে এটা এখনও নিশ্চিত নয়। এই সম্ভাব্য তালিকায় আছেন ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোনরাও। ম্যাককালাম বলেন, ‘ভালো কিছু বিকল্প আমাদের দারুণ কয়েকজন নেতা এর মধ্যেই গড়ে উঠেছে।’
‘জসের (বাটলারের) নেতৃত্বের ছাপ এখানেও আছে। দলের মধ্যে নেতা গড়ে তোলায় সে কাজ করত। এমন নয় যে, সে খুব পোড় খাওয়া কেউ, দলে তরুণ অনেক ক্রিকেটার আছে, যাদের ক্রিকেট বোধ দারুণ এবং সে (বাটলার) তাদেরকে অনুপ্রাণিত করেছে নেতা হিসেবে গড়ে উঠতে ও শিখতে। যাকেই আমরা বেছে নেই, এটা আমাদের নিশ্চিত করতে হবে যেন, আমরা সঠিকভাবে তার পাশে থাকতে পারি এবং পারফরম্যান্সে উন্নতি যেন করতে পারি।’-যোগ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।