স্পোর্টস ডেস্ক: করোনাকালীন ক্রিকেটে ফিরতে আজ রবিবার (২৮ জুন) তিন টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। আর সে দলে থাকা একঝাঁক তরুণ পেসারের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলী।
আর তাই ইংল্যান্ডের মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফেরা কঠিন কাজ হলেও, আজহার মনে করেন সিরিজ জেতার মতো বোলিং শক্তি তার দলের রয়েছে। প্রয়োজন শুধু ব্যাটসম্যানদের সমর্থন। তাও খুব বেশি চাওয়া নেই আজহারের। ব্যাটসম্যান ৩০০’র আশপাশে রান করলেই যথেষ্ট হবে বলে মনে করেন পাকিস্তানি অধিনায়ক।
শনিবার (২৭ জুন) এক ভিডিও কনফারেন্সে আজহার বলেছেন, আমার মনে হয়, যদি আমাদের ব্যাটিং লাইনআপ ৩০০ বা এর বেশি তুলতে পারে, আমরা ইংল্যান্ডকে হারাতে পারব। গত কয়েক সফরে আমরা দারুণ প্রত্যাবর্তন করেছি এবং ভালো করেছি। এবারও সেই আশা রয়েছে।
তিনি বলেন, আমার ধারণা আমাদের পেস ও স্পিন আক্রমণ ইংল্যান্ডের ভালোই পরীক্ষা নেবে। শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ অথবা মোহাম্মদ হাসনাইনদের ইংল্যান্ডের মাটিতে ভালো করার ভালো সম্ভাবনা আছে। আমাদের বোলিংয়ের ভালো অভিজ্ঞতাও আছে। স্পিন শক্তিও বেশ ভালো আমাদের।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী বলে লালা ব্যবহার করা যাবে না। এ প্রসঙ্গে আজহার বলেন, মনে হয় না এটা কোনও বড় সমস্যা। পেসাররা অনেক ঘামে আর ডিউক বলে মোমের আস্তর অনেক। ফলে বল লম্বা সময় ধরে চকচক করে। আর এটা ঘাম দিয়েও চকচকে রাখা যায়। ইংল্যান্ডে বোলাররা ডিউক বলে এমনিতেই মুভমেন্ট পায়। আর লালা ব্যবহার না করার মানে হলো বোলারদের রিভার্স সুইং করানোর চেষ্টা আরও বেশি করে করতে হবে।
প্রসঙ্গত, ইংল্যান্ডের মাটিতে এখনও পর্যন্ত ১৫টি সিরিজ খেলেছে পাকিস্তান। যার মধ্যে জিতেছে মাত্র ৩টি আর হেরেছে ৭টি। ইংলিশ সফরে এসে তাদের সবশেষ সিরিজ জয় ১৯৯৬ সালে। তবে ইংল্যান্ডের মাটিতে সবশেষ দুই সিরিজে ড্র করেছে পাকিস্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।