Advertisement

জুমবাংলা ডেস্ক : সরকারি বাসভবনে ঢুকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলা হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ওয়াহিদা খানমের ভাই মো. শেখ ফরিদ উদ্দিন বাদি হয়ে ঘোড়াঘাট থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত চার থেকে পাঁচ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, ইউএনওর ভাই মো. শেখ ফরিদ উদ্দিন চার থেকে পাঁচ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেছেন।
গুরুত্বর আহত বাবার কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা শুনে ও বোন ওয়াহিদা খানমের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে এই মামলা করেন বলে এজাহারে উল্লেখ করেন বাদি শেখ ফরিদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



