Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ইউএনও ওয়াহিদার ওপর হামলা : সিসিটিভি ফুটেজে যা আছে
    জাতীয়

    ইউএনও ওয়াহিদার ওপর হামলা : সিসিটিভি ফুটেজে যা আছে

    জুমবাংলা নিউজ ডেস্কSeptember 4, 20203 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে (৭০)হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে সারাদেশে। সবাই এ নৃশংস হামলার নিন্দা জানিয়েছেন। হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেছেন।

    বুধবার রাত সাড়ে ৩টার দিকে ইউএনও’র সরকারি বাসভবনে ঢুকে নিরাপত্তাপ্রহরীকে আটকে রেখে এ হামলা চালানো হয়। প্রচণ্ড আঘাতে ওয়াহিদার মাথার খুলির হাড় ভেঙে ভেতরে ঢুকে যায়।

    জখম মারাত্মক হওয়ায় বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ইউএনওকে ঢাকায় আনা হয়। বেলা ৩টায় তাকে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়।

    রাত ৯টায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হলেও তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    ইউএনওর বাসায় সিসি ক্যামেরা রয়েছে। এতে দুজন দুর্বৃত্তকে হামলায় অংশ নিতে দেখা গেছে। তাদের মুখে মুখোশ ছিল এবং সেগুলো দেখে পর্যালোচনা চলছে। পুলিশের চৌকস একটি টিম কাজ করছে।

    সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে, এ হামলায় অংশ নেয় দুজন। এদের মধ্যে একজন ছিল মুখোশ পরা এবং অন্যজন পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) পরা।

    যাতে তাদের চেনা না যায়। রাতে তারা এক এক করে বাড়িতে প্রবেশ করে এবং ঘটনা ঘটিয়ে একসঙ্গেই বের হয়ে যায়।

    সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এমন কথা নিশ্চিত করেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা ও পুলিশের রংপুর জোনের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

    এর আগেও একই কথা জানান ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনের অন্য কর্মকর্তারা। সিসিটিভি ফুটেজ ধরেই এগোচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে হামলায় অংশ নেন হালকা স্বাস্থ্যের দু’জন তরুণ।তবে তাদের চেহারা পুরো বোঝা যাচ্ছে না। হাতুড়িজাতীয় কিছু দিয়ে আঘাত করেছে।

    এদিকে অন্যান্য উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ক্যাম্পাস ও থানা প্রায় কাছাকাছি অবস্থান হলেও ঘোড়াঘাট উপজেলার চিত্র ভিন্ন।

    ঘোড়াঘাট উপজেলায় নির্বাহী কর্মকর্তার কার্যালয় ক্যাম্পাস ওসমানপুর আর ঘোড়াঘাট থানা সেখান থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে।

    ওসমানপুরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাড়ির পেছনটা সুনসান। নেই তেমন নিরাপত্তা ব্যবস্থা। বাড়িতে ছিল শুধু একজন নৈশপ্রহরী।

    এ অবস্থায় থানা ৫ কিলোমিটার দূরে হওয়ায় নিরাপদ ভেবেই দুষ্কৃতকারীরা নির্বিঘ্নে এই ঘটনা ঘটাতে পেরেছে বলে মনে করছেন স্থানীয়রা।

    এ ব্যাপারে উপজেলা ক্যাম্পাসের নিকটবর্তী অধিবাসী ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু জানান, উপজেলা পরিষদ ক্যাম্পাস ও থানার দূরত্ব ৫ কিলোমিটার।

    এ কারণেই উপজেলা পরিষদ ওসমানপুরে প্রায়ই চুরিসহ বিভিন্ন অপকর্ম ঘটায় দুষ্কৃতকারীরা। উপজেলা পরিষদ ক্যাম্পাসের অদূরে গত ১৫ দিন আগে তার বাড়িতেও চুরি সংঘটিত হয় এবং প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি হয়।

    নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, ২০১৮ সালের নভেম্বর মাসে ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর নানান অভিযানে অংশ নেন ওয়াহিদা খানম।

    বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অবৈধ কারখানা বন্ধসহ বিভিন্ন অপকর্ম বন্ধ করেন তিনি। তিনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেননি।

    তবে কী কারণে এই হামলা, সিসিটিভি ফুটেজের দুজন এবং আর কে কে এর পেছনে থাকতে পারে, তা এখনও নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    হামলাকারীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে। পুলিশ সুপার জানিয়েছেন তিনি আশাবাদী, খুব দ্রুত গ্রেফতার করতে পারবেন।

    এর আগে দুপুরে সচিবালয়ে নিজ দফতরে ইউএনও ওয়াহিদা খানমের হামলার বিষয়ে কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় তার পাশে সচিব শেখ ইউসুফ হারুনও উপস্থিত ছিলেন।

    ওয়াহিদা মারাত্মকভাবে আহত হয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘শত্রুতাবশত মনে করলে সে একা আক্রান্ত হতো, কিন্তু তার পিতাও আক্রান্ত হয়েছেন। ডাকাতির উদ্দেশ্যে বা এরকম কিছুও হতে পারে।

    আমরা অপেক্ষা করছি, অত্যন্ত গুরুত্বসহকারে বিষয়টি দেখছি। অতি অল্প সময়ের মধ্যে আশা করি জটটা খুলবে এবং আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করব।’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    প্রেস সচিব

    নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রেস সচিব

    October 24, 2025
    ASP

    শিক্ষানবিশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ

    October 24, 2025
    রোজা কবে

    ২০২৬ সালে রোজা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

    October 24, 2025
    সর্বশেষ খবর
    প্রেস সচিব

    নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রেস সচিব

    ASP

    শিক্ষানবিশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ

    রোজা কবে

    ২০২৬ সালে রোজা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

    nirbachon commission

    নির্বাচন কমিশনের প্রশংসা করলেন জার্মান রাষ্ট্রদূত

    সফর বাতিল

    ড. মুহাম্মদ ইউনূসের সৌদি সফর স্থগিত, নেতৃত্ব দিবেন ড. লুৎফে সিদ্দিকী

    গুচ্ছ ভর্তি পরীক্ষা

    গুচ্ছ ভর্তি পরীক্ষা ২৭ মার্চ থেকে তিন ধাপে অনুষ্ঠিত হবে

    রুমিন ফারহানা

    জামায়াত ভোটে অংশ নেওয়া নিয়ে ব্ল্যাকমেইলিং করছে: রুমিন ফারহানা

    নির্বাচন কমিশন

    নির্বাচনে বড় অনিয়ম হলে পুরো এলাকার ভোট বাতিলের ক্ষমতা পেল নির্বাচন কমিশন

    হত্যা মামলায় নতুন মোড়

    সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়, ২৯ বছর পর জবানবন্দি আলোচনায়

    ফিশিং ট্রলার জব্দ

    বঙ্গোপসাগরে অবৈধ মাছ শিকারে ভারতীয় ট্রলারসহ ৯ জেলে আটক

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.