ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমান বিশ্বের সবথেকে বড় বিমানবাহী রণতরী হিসেবে ভূমিকা পালন করছে। এ বিমানবাহী রণতরী নির্মাণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই। মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজটি ২০১৭ সালে প্রথম পানিতে নামে। বিমানবাহী রণতরীটি লম্বায় ১০৯২ ফিট হবে। ফ্লাইট ডেকের প্রশস্ততা হচ্ছে ২৫২ ফিট।
বিমানবাহী রণতরীটির উচ্চতা দাঁড়ায় ২৫০ ফিটের মধ্যে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরী এর ওজন হবে প্রায় এক লাখ টন। মার্কিন যুক্তরাষ্ট্রের এ রণতরী ২৫ তলা বিশিষ্ট এবং এখানে ২৫টি ডেক রয়েছে। বিশালে জাহাজের শক্তি যোগায় দুইটি পারমাণবিক রিয়েক্টর।
এ বিশাল রণতরীর উপর ৯০টি প্লেন বা হেলিকপ্টার অনায়াসে জায়গা পেতে পারে। আপনি জেনে অবাক হবেন যে, এ জাহাজটি পরিচালনা করার জন্য ৫০০০ সদস্য নিয়মিত কাজ করছেন। ন্যাটো সদস্যদের ট্রেনিং এবং বিভিন্ন অপারেশন পরিচালনার জন্য এর ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরী ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে আটলান্টিক মহাসাগরের বুকে জাহাজটির অবস্থান রয়েছে। ন্যাটোর কার্যক্রম হিসেবে জাহাজটি নরওয়ের অসলোতে পৌঁছায় ২০২৩ সালের মে মাসে। আরো কিছু ড্রিল অপারেশনের জন্য আর্কটিক সাগরের উদ্দেশ্যে রণতরীটি তার যাত্রা শুরু করে।
ইউএসএস জেরাল্ড আর ফোর্ড জাহাজকে ক্রোয়েশিয়া পর্যন্ত পাঠানো হয়েছিল। পারফর্মন্যান্স এর ক্ষেত্রে জাহাজটি অবিশ্বাস্য সক্ষমতা দেখিয়েছে। এখানে রয়েছে ইলেক্ট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেমের ফিচার। প্রত্যেক পঞ্চাশ বছরে প্রায় চার বিলিয়ন ডলার খরচ বাজানো সম্ভব হবে জাহাজটির অপারেশনের মাধ্যমে।
সামরিক প্রযুক্তির এক বিস্ময় হিসেবে জাহাজটি উন্মোচিত হয়েছে। লেজার আক্রমণ করার জন্য সবসময় প্রস্তুত হয়েছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড জাহাজ। মনুষ্যবিহীন বিমান সহ সকল ধরনের এয়ারক্রাফ্ট ধারণ করতেও সক্ষম মার্কিন যুক্তরাষ্ট্রের এ বিস্ময়কর রণতরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।