স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে আগামী ৩১ আগস্ট থেকে শুরু হওয়া ইউএস ওপেনে অংশ নিচ্ছেন না বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। তবে নিউইয়র্কের এ টুর্নামেন্টে ঠিকই খেলবেন অ্যান্ডি মারে। ব্রিটিশ এ টেনিস তারকা এবারের আসরে অংশ নিবেন ওয়াইল্ডকার্ড নিয়ে।
২০১৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম আসরে খেলবেন সাবেক নাম্বার ওয়ান তারকা মারে।
বর্তমান বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের ১২৯তম স্থানে রয়েছেন মারে। নিয়ম অনুযায়ী টুর্নামেন্টে সরাসরি অংশগ্রহণের জন্য র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে আছেন তিন গ্র্যান্ড স্লামের মালিক। তাই ওয়াইল্ডকার্ড নিয়ে খেলতে হচ্ছে ২০১২ সালের এ ইউএস ওপেন জয়ীকে।
আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে ইউএস ওপেন। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর পর এটাই বিশ্বের প্রথম গ্র্যান্ড স্ল্যাম আসর। কঠোর স্বাস্থ্যবিধি মেনে ফ্লাশিং মিডোসে টুর্নামেন্ট হবে দর্শক শূন্য স্টেডিয়ামে।
স্কটিশ মেগাস্টার মারে খেলবেন ২২ আগস্ট থেকে নিউইয়র্কে শুরু হতে যাওয়া সিনসিনাটি মাস্টার্সেও।
প্রসঙ্গত, মারের সঙ্গে ওয়াইল্ডকার্ড পেয়েছেন তিনবারের ইউএস ওপেন জয়ী কিম ক্লাইস্টার্সও। চলতি বছর দ্বিতীয়বারের মতো অবসর ভেঙে কোর্টে ফিরেছেন ৩৭ বছরের এ বেলজিয়ান তারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।