স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনের নারী এককে সেমিফাইনালে উঠে গেছেন সেরেনা উইলিয়ামস। ২৪তম গ্র্যান্ড-স্ল্যামের পথে বীর দর্পে এগিয়ে চলেছেন ফ্লোরিডার পাম বিচ গার্ডেনসে আবাস গাড়া সেরেনা।
কোয়ার্টার ফাইনালে চীনের ওয়াং কিয়াংকে সরাসরি সেটে হারিয়েছেন সেরেনা। নিউইয়র্ক সিটির আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৬-১ ও ৬-০ গেমে জয় তুলতে মাত্র ৪৪ মিনিট সময় লাগে সেরেনা উইলিয়ামসের। টুর্নামেন্টের অষ্টম বাছাই সেরেনা একেবারে বিধ্বস্ত করেন অষ্টাদশ বাছাই ওয়াং কিয়াংকে।
অন্যদিকে নোভাক জকোভিচের পর ইউএস ওপেন থেকে বিদায় নিলেন আরেক টেনিস তারকা রজার ফেদেরার। শেষ আটেই আটকে গেলেন এই টেনিস গ্রেট। বুলগারিয়ার ২৮ বছর বয়সী গ্রিগর ডিমিত্রভের কাছেই শেষ পর্যন্ত হার মানতে হয় ফেদেরারকে।
খেলা শুরুর প্রথম সেটে ফেদেরার ৬-৩ গেমে জয় পেলেও দ্বিতীয় সেটে ডিমিত্রভের কাছে ৪-৬ গেমে হেরে বসেন টেনিসের এই মহাতারকা।
তবে তৃতীয় সেটে আবার ৬-৩ গেমে জিতে ফেদেরার তার জবাব দিলেও শেষ দুই সেটে ৪-৬ ও ২-৬ গেমে জিতে শেষ চার নিশ্চিত করেন বুলগারিয়ান তারকা গ্রিগর ডিমিত্রভ। শেষ চারে গ্রিগর ডিমিত্রভের প্রতিপক্ষে হিসেবে মাঠে নামবেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।