স্পোর্টস ডেস্ক: টর্ন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ইউএস ওপেনের চলতি আসর থেকে নাম তুলে নিলেন সেরেনা উইলিয়ামস। বুধবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
সেরেনা বলেছেন, আমার ডাক্তার আমাকে না খেলার পরামর্শ দিয়েছেন। আমি পুরোপুরি সুস্থ হয়ে কোর্টে ফিরতে চাই। তবে আমি খুব মিস করব এই খেলাটা। আমার প্রিয় শহরে খেলা হচ্ছে আর আমি সেখানে নেই। তার পরও বাইরে থেকেও খেলা উপভোগ করব।
‘বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা নিউইয়র্ক এবং ব্যক্তিগতভাবে খেলার জন্য এটি আমার সবচেয়ে প্রিয় জায়গা। আমি সমর্থকদের অনেক মিস করব। তবে তাদের সঙ্গে খেলা দেখে আনন্দ ভাগাভাগি করব। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য ধন্যবাদ। শিগগিরই দেখা হবে।’
এর আগে ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী ৩৯ বছর বয়সি তারকা সেরেনা গত জুনে উইম্বলডনে প্রথম রাউন্ডে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। কিন্তু এত দিনেও সেরে উঠতে পারেননি তিনি।
প্রসঙ্গত, আগামী ২৯ আগস্ট শুরু ইউএস ওপেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।