ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানিতে যে শর্ত দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

জুমবাংলা ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি সহজ করতে পশ্চিমা বিশ্বকে অবশ্যই রাশিয়ার খাদ্যশস্য রপ্তানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে।

মঙ্গলবার ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর তেহরানে পুতিন সাংবাদিকদের এসব কথা বলেন। খবর এএফপির।

তিনি বলেন, আমরা ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি সহজ করব। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে এ ক্ষেত্রে রাশিয়ার খাদ্যশস্য রপ্তানির জন্য আকাশপথে সরবরাহ সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের কারণে গম ও অন্য খাদ্যশস্যের বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশগুলোর অন্যতম দেশ ইউক্রেনের সরবরাহ বাধাগ্রস্ত হয়। এতে বৈশ্বিক খাদ্য ঘাটতির আশঙ্কা ছড়িয়ে পড়ে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
পুতিন বলেন, আপনারা জানেন— আমেরিকানরা বিশ্ববাজারে রাশিয়ার সার সরবরাহের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আর এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া অপরিহার্য ছিল।

তিনি আরও বলেন, যদি তারা আন্তরিকভাবে আন্তর্জাতিক খাদ্যপণ্যের বাজারের উন্নতি দেখতে চায়, তা হলে আমি আশা করি রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার খাদ্যশস্য সরবরাহ নিয়ে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে জাতিসংঘ বলেছে, এ যুদ্ধের কারণে আফ্রিকার দেশগুলো ‘নজিরবিহীন’ সংকটের মুখে পড়েছে।

যে গুরুতর অভিযোগে শীর্ষ দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন জেলেনস্কি